Anusandhan
৭ নভেম্বর, ২০২৫ মুক্তি পেয়েছে অনুসন্ধান ওয়েব সিরিজ। এটি একটি বাংলা ওয়েব সিরিজ। সিরিজটিতে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি, সোহিনী সেনগুপ্ত, স্বাগতা মুখোপাধ্যায় এবং আরো অনেকে।
কাহিনী সংক্ষেপ:
গল্পের শুরুতে দেখা যায় পুলিশ ভ্যান থেকে অনেক নারীকে নামানো হচ্ছে। তাদের মধ্যে অনুমিতা সেন নামে একজন সাংবাদিক রয়েছেন। সারাদেশে তার অনেক নাম রয়েছে। এতো পরিচিতি থাকা সত্ত্বেও আদালত তাকে ছাড়ছেনা। কিন্তু কেন? কি তার অপরাধ নাকি কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে অনুমিতা সেনের।
এই থানায় বেশ কিছুদিন যাবৎ সাবেক মন্ত্রী নারায়ন সার্নাল রয়েছেন। তবে জেলে থাকলেও বেশ দাপোটের সাথে চলেন। তিনিই সর্বপ্রথম অনুমিতা সেনকে সাক্ষাৎকার নেয়ার জন্য জেলের মধ্যে ডাকেন। মূলত আকার ইঙ্গিতে অনুমিতা সেনকে তার স্বামীর বিষয়ে সাবধান করেন। তবে কোনো হুমকিতে দেবে যাবার মেয়ে নয় অনু। তাই নারায়ন সার্নালের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহে নেমে পড়েন।
এরমধ্যে অনুর হবু স্বামীকে নারায়ন সার্নাল ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে। তাই আরো বেশি উঠে পড়ে লাগে অনু। সিরিজের বাকি গল্প জানতে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে দেখতে হবে। আশাকরি সবার কাছে অনেক ভালো লাগবে সিরিজটি।

মন্তব্যসমূহ