ফেরেশতে (ইরানি নাম: দুরুগহায়ে যিবা[১]) ২০২৪ সালের বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত একটি নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন মুর্তজা অতাশ জমজম এবং এর গল্পকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ। ইরানের ইমাজে সিনেমা এবং বাংলাদেশের ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ সহপ্রযোজক করেছে।[২] প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক।[৩] এটি ২০২৪ সালের ১লা ফেব্রুয়ারি ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[৪] চলচ্চিত্রটি একজন রিকশাচালক আমজাদকে নিয়ে, যে তার স্ত্রী ফেরেস্তার সহায়তায় একটি উন্নত জীবন দেওয়ার চেষ্টা করে।
অভিনয়শিল্পী
জয়া আহসান
রিকিতা নন্দিনী শিমু
সুমন ফারুক - আমজাদ
শহীদুজ্জামান সেলিম
শাহেদ আলী
শাহীন মৃধা
সাথী - (শিশুশিল্পী)
মন্তব্যসমূহ