Bihaan – Tune of Faith


Bihaan – Tune of Faith Movie Download

 ৪ ডিসেম্বর, ২০২৫ বাংলা ওটিটিতে মুক্তি পেয়েছে বিহান চলচ্চিত্র। এটি একটি ভারতীয় (আসাম) মুভি। ১৮ বছর বয়সী এক মেয়ের বিয়ের প্রস্তুতি এবং তার বন্ধু কানাইয়ের ভেঙে পড়াকে উপজিব্য করে নির্মীত হয়েছে মুভির গল্প।
 

 কাহিনী সংক্ষেপ:


মুভির শুরুতে দেখা যায় কানাই নামের এক অল্প বয়ষ্ক ছেলেকে। কানাইয়ের মাথা ন্যাড়া, গায়ে জামা নেই, পড়নে আছে হাফ প্যান্ট। আপন মনে বাঁশি বাজিয়ে চলেছে কানাই। হঠাৎ কোয়েল নামের একটি মেয়ে এসে কানাইয়ের পাশে বসে। গত তিনদিন যাবৎ কোয়েল কানাইয়ের বাঁশি শুনতে আসেনি। একারণে মন খারাপ ছিল। আরো মন খারাপ হলো যখন জানতে পারলো কোয়েলের বিয়ে ঠিক হয়ে গিয়েছে।

কিন্তু বিয়ের পাত্র ভিন্ন গাঁয়ের হওয়ায় বিহানের বেশ রাগ। এই গ্রামে কি ছেলের অভাব আছে যে ভিন্ন গ্রামে বিয়ে করতে হবে। বাড়িতে এসে মায়ের কাছে বিয়ে নিয়ে নানা প্রশ্ন করে কানাই। এতে বিয়ে নিয়ে বেশ জ্ঞান লাভ করে কানাই।

পরেরদিন সকালে নিজের জমানো কিছু খুচরো পয়সা গামছায় বেঁধে কোয়েলের বাড়ি যায়। এই খুচরো টাকা দিয়ে সে কোয়েলকে বিয়ে করতে চায়। এরপর শহরে গিয়ে বাঁশি বাজিয়ে বৌকে খাওয়াবে বলে জানায়। কিন্তু ১৮ বছর বয়সী কোয়েল ১২ বছরের কানাইকে কিভাবে বিয়ে করবে? তাই কৌশলে বুঝ দেয় কানাইকে।

কানাই যে ছোট হলেও আয় করতে পারবে এটা প্রমাণ দেওয়ার জন্য শহরে যায় কাজ করতে। এরপর কি ঘটতে চলেছে জানতে হলে দেখতে হবে সম্পর্ণ সিনেমা।

movied.link logo

মন্তব্যসমূহ