Noya Note Web Film


Noya Note Web Film

১২ সেপ্টেম্বর, ২০২৫ আইস্কিনে মুক্তি পেয়েছে নয়া নোট ওয়েব ফিল্ম। একজন ভিক্ষুকের ধনী হয়ে ওঠা এবং তার পরিবারকে কেন্দ্র করে নির্মীত হয়েছে ওয়েব ফিল্মটি। এতে অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা তাহিয়া, দীপা খন্দকার এবং আরো অনেকে।
কাহিনী সংক্ষেপ:

জামিল নামের এক লোক দূর্ঘটনায় শারীরিকভাবে কর্মক্ষমতা হারায়। এরপর থেকে বিভিন্ন জনের কাছে সাহায্য এবং ভিক্ষা নিয়ে সংসার চালায়। তার একটাই স্বপ্ন, নিজে ভিক্ষা করে চললেও ছেলেকে যেন কখনো মানুষের কাছে হাত পাতা না লাগে।

সেই ছোট ছেলেটি এখন পড়ালেখা শেষ করে কম্পানিতে চাকরি করছে। বেতন মোটামুটি ভালই পায়। সৎভাবে উপার্জন করে, কারো থেকে ঘুষ নেয়না। তবে প্রমোশন পেয়ে উচ্চ পদে ওঠার অনেক ইচ্ছা তার।

অন্যদিকে এক বয়ষ্ক ভিক্ষুক রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ছোট বেলায় তিনি এই শহরে এসেছিলেন। ভিক্ষুক সিন্ডিকেট সামছু ভাইকে টাকা না দেওয়ায় তার পা থেকে এক টুকরা মাংস কেটে শাস্তি দিয়েছিল। এরপর বড় হয়ে সেই সামছুকে সড়িয়ে দিয়ে নিজেই হয়ে ওঠে সিন্ডিকেটের প্রধান। এখন এই ভিক্ষুকের রাজপ্রাসাদের ন্যায় বাড়ি আছে। শতশত কর্মচারী কাজ করে তার ভিক্ষার ব্যাবসায়।

এখন দেখার বিষয় কিভাবে সবাই নিজেদের পরিচয় লুকিয়ে চলাফেরা করছে। শেষ পরিণতিই বা কেমন হতে পারে, যা জানা যাবে এই ওয়েব ফিল্মের কাহিনীতে। 

movied.link logo

মন্তব্যসমূহ